সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

দুর্নীতিবাজরা গুরুত্বপূর্ণ স্থানে থাকায় সুশাসন প্রতিষ্ঠিত হয়নি

-ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, স্বাধীনতার ৫১ বছরে দেশে দুর্নীতি বন্ধ হয়নি বরং বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতিবাজরা সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকায় দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। দুর্নীতিবাজদের কারণে দেশের সব জায়গায় সিন্ডিকেটের শাসন চলছে। গতকাল রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ড. মো. আক্তারুজ্জামান হামিদী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, শেখ লুৎফুর রহমান, মো. মোয়াজ্জেম হোসেন তুহিন প্রমুখ।

সর্বশেষ খবর