বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে মির্জা ইয়াসের আব্বাস ও ছোট ছেলে মির্জা আজান সিঙ্গাপুরে গেছেন।
পরিবার ও দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। গত ১৭ মে সকালে পাকস্থলীর সমস্যা নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হয়। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।