শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ঢাবি ছাত্রীকে তুলে নেওয়া ব্যক্তিকে খুঁজছে গোয়েন্দারা

নিজস্ব প্রতিবেদক

পুলিশ পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে তুলে নেওয়া সেই ব্যক্তিকে খুঁজছে গোয়েন্দারা। গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ গতকাল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ঢাবি শিক্ষার্থীর গতিরোধ করে দিয়াবাড়ির নির্জন এলাকায় নিয়ে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে ওই ছাত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকে অভিযান চালানো হচ্ছে। আশাকরি, দু-তিনদিনের মধ্যে ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হবে। গত ২৫ আগস্ট দুপুরে কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে বাসায় যাওয়ার পথে ঢাবি ছাত্রীর রিকশার গতিরোধ করেন মোটরসাইকেলে ‘পুলিশ’ স্টিকার লেখা এক ব্যক্তি। এরপর ওই ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ছাত্রীর হাতে থাকা একটি ব্যাগের দিকে তাকিয়ে কর্কশ ভাষায় বলতে থাকেন এ ব্যাগে অবৈধ জিনিসপত্র রয়েছে। আপনাকে থানায় যেতে হবে।

কয়েক সেকেন্ডের মধ্যে রিকশা থেকে নামিয়ে ওই ছাত্রীকে মোটরসাইকেলে তুলে দ্রুতগতিতে ছুটতে থাকেন ওই ব্যক্তি। এরপর তুরাগ থানার দিয়াবাড়ির নির্জন এলাকায় নিয়ে গলার স্বর্ণের চেইন, কানের দুল ছিনিয়ে নেন।

এ ঘটনায় তুরাগ থানায় মামলা করেন ভুক্তভোগী ঢাবির ছাত্রী। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাটি তদন্তে নামে।

 

সর্বশেষ খবর