শিরোনাম
রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, স্বাধীনতার ৫১ বছরে স্বচ্ছ একটি নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে ক্ষমতাসীনরা ব্যর্থ হয়েছে। কালো টাকার মালিক ও গডফাদারদের কাছে নির্বাচন কমিশন অসহায়। ইভিএমের নির্বাচন জনগণ বিশ্বাস করে না। এ অবস্থায় দেশের নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না। গতকাল বায়তুল মোকাররম পূর্ব চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। 

আরও বক্তব্য রাখেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মাদ আমিনুল ইসলাম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম।

সম্মেলনে চরমোনাই পীর ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে শরিফুল ইসলাম রিয়াদকে কেন্দ্রীয় সভাপতি, নূরুল বশর আজিজীকে সহ সভাপতি ও ইউসুফ আহমাদ মানসুরকে সেক্রেটারি জেনারেল হিসেবে ঘোষণা করেন।

সর্বশেষ খবর