রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

স্বাধীনতাবিরোধীদের মোকাবিলা করতে হবে : আমু

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা যেদিন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেন, সেদিন থেকেই তাঁর বিরুদ্ধে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদূরপ্রসারী নেতৃত্বে দেশের অগ্রগতি যারা মেনে নিতে পারেনি ও যুদ্ধাপরাধীদের বিচারে যাদের অন্তরে ঘা লেগেছে তারাই এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই স্বাধীনতাবিরোধী শক্তি এখন সমাবেশের নামে দেশকে আবারও অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র করছে। এদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে বাংলাদেশের গণতন্ত্রী পার্টির জাতীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, নুরুর রহমান সেলিম, অধ্যাপক ডা. শহিদুল্লাহ সিকদারসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর