রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ভাসানটেক প্রকল্প ও কলমিলতা বাজার সমস্যা সমাধান দাবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ভাসানটেক থানা এলাকার ১৫০ বিঘা জমির ওপর অবস্থিত ভাষানটেক পুনর্বাসন প্রকল্প এবং ঢাকার বিজয় সরণির কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদানে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে ৬ দফা দাবি বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাচ্ছে শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদিরের পরিবার। এরই ধারাবাহিকতায় গতকাল রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের অডিটরিয়ামে ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ফ্রিডম ফাইটার্স ফ্যামিলি’ শীর্ষক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য নুরতাজ আরা ঐশী। বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, সাবেক উপাচার্য ড. আবদুল লতিফ মাসুম, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর দিলারা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, আলহাজ আবদুর রহিম প্রমুখ।

 

সর্বশেষ খবর