রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অবিলম্বে সিলেবাস সংশোধন করতে হবে

-মুফতি ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, অবিলম্বে শিক্ষা সিলেবাস ও পাঠ্যপুস্তক সংশোধন করতে হবে। স্বাধীন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামী আদর্শ চর্চার পথ রুদ্ধ করতেই দেশবিরোধী একটি গোষ্ঠী সুকৌশলে এ দেশের পাঠ্যপুস্তকে ধর্মীয় বিদ্বেষ সংযোজন করেছে। গতকাল রাজধানীর ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত চতুর্থ নগর যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে ২০২৩-২০২৪ সেশনের ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি মাওলানা আল আমিন সোহাগ, সহ-সভাপতি মুফতি শওকত ওসমান এবং সাধারণ সম্পাদক হিসেবে ওয়ালিউল্লাহ তালুকদারের নাম ঘোষণা করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নগর সম্মেলনে আরও বক্তব্য রাখেন মুফতি মানসুর আহমাদ সাকী, আবদুর রহমান, আবদুল আউয়াল মজুমদার,  মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন।

 

সর্বশেষ খবর