বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাহাদুর শাহ পার্কে জাদুঘর স্থাপনের দাবি

জবি প্রতিনিধি

বাহাদুর শাহ পার্কে খাবারের দোকান সরিয়ে জাদুঘর স্থাপনের দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. আনু মুহাম্মদ। বাহাদুর শাহ পার্ক পুরান ঢাকার মানুষের অক্সিজেন নেওয়ার একমাত্র উন্মুক্ত স্থান। এখানে খাবারের দোকান বেমানান। গতকাল সন্ধ্যায় পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাহাদুর শাহ পার্ক সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যাপক মো. মান্নানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আক্তারুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুব কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাসুক শাহী, জনরাষ্ট্র আন্দোলনের সদস্য সচিব কামাল হোসেন বাদল, অর্থনীতি গবেষক মাহতাব উদ্দিন লিমন, আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সভাপতি মানফ বোস রাম এবং সাধারণ সম্পাদক হানিফ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহাগ রসিফ প্রমুখ।

সর্বশেষ খবর