দেশের সব বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তাদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের (ইমা) নির্বাচন হয়েছে। মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটের ব্যবধানে দেশ টিভির হেড অব মার্কেটিং মো. আনিসুর রহমান তারেক জয়ী হয়েছেন। এ ছাড়া এসএ টিভির জহিরুল ইসলাম, আনন্দ টিভির এস বি বুলবুল ও গানবাংলা টিভির সৈয়দ নাবিল আশরাফ সহ-সভাপতি এবং তছলিম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২১ সদস্যের এ কমিটি আগামী দুই বছর সংগঠন পরিচালনা করবে। বিজ্ঞপ্তি