বুধবার, ২৪ মে, ২০২৩ ০০:০০ টা

ঘন ঘন লোডশেডিংয়ে যেন জনদুর্ভোগ না হয়

সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ জনগণ যাতে দুর্ভোগের শিকার না হয় এবং জনমনে যাতে বিরূপ প্রভাব না পড়ে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল সংসদ ভবনে স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বান করা হয়। বৈঠকে কমিটির সদস্য মো. আবু জাহির, মো. নূরুল ইসলাম তালুকদার, খালেদা খানম এবং নার্গিস রহমান অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ এর মধ্যে ৪০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যে সঠিক রূপরেখা প্রণয়ন এবং বাস্তবায়নে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও তা দূরীকরণের স্বার্থে একটি সাব-কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক মো. আবু জাহির এমপি ও সদস্য মো. নূরুল ইসলাম তালুকদার এমপি, খালেদা খানম এমপি ও নার্গিস রহমান এমপি।

সর্বশেষ খবর