শুক্রবার, ২ জুন, ২০২৩ ০০:০০ টা

শ্রদ্ধা ভালোবাসায় সমাধিস্থ হলেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ

নরসিংদী প্রতিনিধি

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসা এবং রাষ্ট্রীয় সম্মাননায় সমাধিস্থ হয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান। গতকাল বাদ জোহর উপজেলার মজলিসপুর গ্রামে তার নিজ বাড়ির সামনে জানাজার নামাজ সম্পন্ন হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় নরসিংদী সদর হাসপাতাল মর্গে। সেখানে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তার ভাই প্রয়াত সংসদ সদস্য কিরণ খানের পাশে দাফন করা হয়। জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। জানাজায় উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ জহরুল হক ভুঁইয়া মোহন, পলাশ-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদীর জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, শিবপুরের সাবেক সংসদ সদস্য আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা, জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক আলহাজ মাহফুজুল হক টিপু, জেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভুঁইয়া প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল, প্রয়াত আবদুল মান্নান ভুঁইয়া পরিষদের সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আরিফুল ইসলাম মৃধা, জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ মন্জুর এলাহী, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল হক দিপু প্রমুখ। এ ছাড়াও আলেম-ওলামাসহ বিভিন্ন সংগঠনের নেতারা জানাজায় অংশ নেন।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি সকালে শিবপুরে তার নিজ বাসায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান। পরে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার বিকাল ৫টায় তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এ খবরে শিবপুর বাসস্ট্যান্ড, কলেজ গেট বাসস্ট্যান্ড, ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা, কামারটেক, চৈতন্যা, সৃষ্টিঘর এলাকায় বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দুই ঘণ্টা মহাসড়কও অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা।

সর্বশেষ খবর