বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান ১৯ নেতাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। দলের কোনো পদে না থাকলেও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপণকেও নোটিস দেওয়া হয়েছে। ১ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠি দেওয়া হয়। মেয়র পদে ভোটে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রূপণকে বিএনপির নোটিস দেওয়া হয়েছে। রূপণ ২০০৪ সালে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং ২০১০ সালে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। সাধারণ এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ভোটে অংশ নেওয়ায় নোটিস পেয়েছেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সৈয়দ হাবিবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, ৯ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনর রশিদ ও মহানগর যুবদলের সহসভাপতি হুমায়ুন কবির লিংকু, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডে চারজন যথাক্রমে ওয়ার্ড বিএনপির সদস্যসচিব জিয়াউল হক মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদি, জেলা তাঁতী দলের সাবেক সভাপতি কাজী মো. শাহিন মোহন ও ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ আমিনুল ইসলাম আমীন, ২২ নম্বর ওয়ার্ডে মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন সামাদ শিল্পী, ২৪ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ফিরোজ আহমেদ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন হাওলাদার, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সদস্য জাহানারা বেগম, সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সদস্য সেলিনা বেগম এবং সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সদস্য রাশিদা পারভীন। মহানগর বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত জাহিদুর রহমান রিপন বলেন, কেন্দ্রীয় কমিটির চিঠি গতকাল পৌঁছে দেওয়া হয়েছে। নোটিস পাওয়ার কথা স্বীকার করে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপণ বলেন, মহানগর বিএনপির সদস্যসচিব বিভিন্ন মিডিয়ায় বলেছেন আমি বিএনপির কেউ নয়। তাহলে আমাকে নোটিস দেওয়া হলো কেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর এখন নোটিস দিলেও এ পরিস্থিতিতে নির্বাচন থেকে সরে যাওয়ার উপায় আমার নেই। আমি জনগণের প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে আছি এবং থাকব। বিএনপির চিঠির জবাব দেওয়া হবে, বলেন রূপণ। কাউন্সিলর পদে অংশ নেওয়া ১৮ জনও বিএনপির চিঠির জবাব দেওয়ার কথা বলেছেন।
শিরোনাম
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়