বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ ০০:০০ টা

বিএনপিকে সংলাপের পথে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

বিএনপিকে সংলাপের পথে আসার আহ্বান জানিয়েছেন ইসলামিক গণতান্ত্রিক পার্টি চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, বিএনপির সঙ্গে যে কোনো আলোচনা হতে পারে, আলোচনার দরজা সব সময় খোলা। এর পরও বিএনপি আলোচনার পথ পরিহার করে অন্য পথ অবলম্বন করলে দেশবাসী তা ভালোভাবে নেবে না।’ গতকাল রাজধানীর কলাবাগানে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন সাবেক এই সংসদ সদস্য।

 এম এ আউয়াল আরও বলেন, বিএনপি যদি গণতন্ত্র এবং সংবিধান অনুযায়ী সরকারের পরিবর্তন চায় তাহলে সংলাপের বিকল্প নাই। আলোচনা ছাড়া অন্য কোনো পন্থায় সংকটের সমাধান সম্ভব নয়। তিনি চলমান বিদ্যুৎ সংকট সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নেওয়ার জন্য উপস্থিত দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানান এম এ আউয়াল।

এ সময় সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম, কাজী মাসুম আহমেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর