মুদিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন করার পাশাপাশি চুরির সঙ্গে জড়িত একটি চক্রের খোঁজ পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। দাম বাড়ার সুযোগে চক্রটি পণ্য চুরি করে তা বিভিন্ন দোকানে বিক্রি ও নিজেদের প্রয়োজন মেটাত। রাজধানী ও আশপাশের এলাকায় দেড় শতাধিক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চক্রটিকে শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে গ্রেফতার করা হয় চক্রের চার সদস্যকে। তারা হলেন- চোরাই মালের ক্রেতা ও ব্যবসায়ী রিফাত হাসান ভূঁইয়া। এ ছাড়া চোর চক্রের সদস্য নুর ইসলাম, তার স্ত্রীর ভাই মনির মিয়া ও রুবেল খাঁ। গত ২৭ নভেম্বর রাতে রাজধানীর একটি মুদি দোকান ও গোডাউন থেকে ১৪ লাখ টাকার সিগারেট চুরি করে চক্রটি। পরে এ ঘটনায় মামলা করে দোকানের মালিক ফিরোজ মিয়া। ওই মামলায় ছায়া তদন্তে নেমে অভিনব চোর চক্রের সন্ধান পাওয়া যায়। গতকাল ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এস এম রেজাউল হক গণমাধ্যমকে জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়- প্রথমে মিনি ট্রাক থেকে সিগারেট নামিয়ে রিকশায় করে নেওয়া হয় রিফাতের দোকানে। ওই ঘটনায় রিকশাচালককে শনাক্ত করে হেফাজতে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে রিফাতের তথ্য। পরে তার দেওয়া তথ্যে চোর চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। চোর চক্রের সবাই ট্রাকচালক। চক্রটি বাসাবাড়ি ও দোকানের মালামাল পরিবহন করে। তারা ঢাকা, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, ময়মনসিংহ দেশের বিভিন্ন এলাকায় মালামাল পরিবহনের পাশাপাশি রেকি করে এবং সুবিধামতো জায়গায় চুরি করে। ২০১৮ সাল থেকে চক্রটি দোকানে চুরি করে আসছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলা। এর মধ্যে রুবেলের বিরুদ্ধে দুটি হত্যা ও একটি দলবদ্ধ ধর্ষণ মামলা রয়েছে।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
নিত্যপণ্যের দাম বাড়ায় মালামাল চুরি করত ট্রাকচালকরা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর