বান্দরবান সদরের লাইমিপাড়া থেকে জিং ঠাকিম বম নামে ‘কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ)’ নারী উইংয়ের অন্যতম সমন্বয়ককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫। গতকাল সন্ধ্যায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটরিয়ামে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১৫ বান্দরবান ক্যাম্প ইনচার্জ স্কোয়াড্রন লিডার তৌহিদুল মুবিন খান। তিনি জানান, গতকাল ভোর রাত থেকে লাইমিপাড়ায় অভিযান পরিচালনা করে র্যাব-১৫-এর একটি টিম। প্রায় তিন ঘণ্টার পর ভোর ৬টার দিকে আকিম বম নামে পরিচিত জিং ঠাকিম বমকে গ্রেফতার করা সম্ভব হয়। স্কোয়াড্রন লিডার জানান, আটক জিং ঠাকিম বম ‘কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’ নারী ইউনিটের একজন অন্যতম সমন্বয়ক। তার আসল বাড়ি রোয়াংছড়ি উপজেলার পাইংক্ষ্যংপাড়ায় হলেও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বান্দরবান জেলা সদরের লাইমিপাড়ায় অবস্থান করছেন। তিনি জেলা সদর ও রোয়াংছড়ির নারী ইউনিটের দায়িত্ব পালন করছেন। তৌহিদুল মুবিন খান জানান, আকিম বম ২০২২ সালে কুকি-চিন ন্যাশনাল আর্মিতে রিক্রুট হন এবং ওই বছরই দেশের অভ্যন্তরে আত্মরক্ষা ও আত্মগোপনের কৌশল শিখতে দেশের বাইরে গিয়ে প্রশিক্ষণ নেন। এমনকি আকিম বম মার্শাল আর্টেও দক্ষ হয়ে ওঠেন। বিদেশ থেকে ফিরে আসার পর কেএনএ’র নারী ইউনিটের অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পান। নারী ইউনিটে ৫০ জন সদস্য রয়েছে বলে জানান স্কোয়াড্রন লিডার তৌহিদুল মুবিন খান। এদিকে রুমা ও থানচির তিনটি ব্যাংকে ডাকাতি এবং কেএনএফ সংশ্লিষ্টতার ১৫টি মামলায় এ পর্যন্ত আকিম বমসহ ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শিরোনাম
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার