ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশন (আইএমও)’র সেক্রেটারি জেনারেল এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকো চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন আইএমও প্রতিনিধি দলের অন্যান্য সদস্য, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্যরা।
গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে আইএমও সেক্রেটারি জেনারেল নির্বাচিত হওয়ার পর প্রথম এশিয়ান দেশ হিসেবে গত ৩০ মে বাংলাদেশ সফরে আসেন এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকো।