বাংলাদেশে চিংড়ি, কাঁকড়া ও মৎস্য শিল্পের বিকাশ টিকিয়ে রাখার জন্য এখন দেশেই উৎপাদিত হচ্ছে আর্টিমিয়া। রাজধানী ঢাকায় ওয়ার্ল্ডফিশ আয়োজিত এক কর্মশালায় বক্তারা আর্টিমিয়া চাষ, সংশ্লিষ্ট বিভিন্ন খাতে আর্টিমিয়ার গুরুত্ব এবং ভবিষ্যৎ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আর্টিমিয়া ফর বাংলাদেশ প্রকল্পের ‘ফাইনাল ওয়ার্কশপ এবং মেলা’ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান। তিনি লবণ চাষের পাশাপাশি আর্টিমিয়া চাষের সম্ভাবনার পক্ষে বলেন এবং মৎস্য চাষে টেকসই উন্নয়নের লক্ষ্যে ক্লাইমেট স্মার্ট টেকনোলোজির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ইউরোপিয়ান ইউনিয়নের হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি বলেন, জলবায়ু-স্মার্ট মৎস্য চাষ প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূলতা কাটিয়ে ও খাদ্য নিরাপত্তার জন্য কাজ করার সক্ষমতা প্রমাণ করেছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        