যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে যুগান্তর ও যমুনা গ্রুপ। এর মধ্যে রয়েছে সকাল ৭টায় যুগান্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে পবিত্র কোরআন খতম, সকাল ৯টায় বনানী কবরস্থানে কবর জিয়ারত, বেলা ১১টায় যুগান্তর কার্যালয়ে প্রয়াত চেয়ারম্যানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ। দুপুর ১২টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এ ছাড়া সারা দেশে যুগান্তর এবং পত্রিকাটির পাঠক ফোরাম ‘স্বজন সমাবেশ’ জেলা ও উপজেলায় স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ব্যক্তিগত জীবনে নুরুল ইসলাম ছিলেন একজন পরিচ্ছন্ন ব্যবসায়ী। তাঁর সব অর্থ, মেধা ও পরিশ্রম দেশেই বিনিয়োগ করেছেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের কর্মসংস্থান তৈরিতে নুরুল ইসলাম ছিলেন আধুনিক চিন্তার অধিকারী।