শরীয়তপুরে ছাত্রদলের বাধায় শেখ হাসিনার বিচার দাবিতে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ প- হয়ে গেছে। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এককভাবে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে ছাত্রদল, শিবির ও গণ অধিকারের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। এর জেরেই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, শেখ হাসিনাসহ অন্যদের বিচারের দাবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১টার দিকে এ মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু শুরুতে দুপুর সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিবির ও গণ অধিকারের শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে একটি মিছিল নিয়ে কলেজের মূল গেট দিয়ে প্রশাসনিক ভবনের সামনে আসে। এ সময়ে ছাত্রদলের কয়েকজন নেতা মিছিলরত শিক্ষার্থীদের বাধা দিয়ে বলেন, ‘আমাদের একসঙ্গে বিক্ষোভ মিছিল করার কথা। আপনারা একা একা কেন বিক্ষোভ মিছিল করছেন?’ এ নিয়ে বাগবিতন্ডা হলেও বৈষম্যবিরোধীরা মিছিল করতে থাকেন। ছাত্রদল কর্মীরা তখন আবারও মিছিলটিকে থামিয়ে দেন। এক পর্যায়ে ছাত্রদলের কয়েকজন কর্মী বৈষম্যবিরোধী এক শিক্ষার্থীকে মারধর করেন। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বেশ কিছু সময় এ সংঘর্ষ চলার এক পর্যায়ে বিক্ষোভ প- হয়ে যায়।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক বলেন, কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত সব ছাত্র সংগঠন নিয়ে বিক্ষোভ মিছিলটি করা হবে। কিন্তু একটি অংশ সবাইকে না নিয়ে একা একা মিছিল শুরু করলে ঝামেলার সৃষ্টি হয়। এরপর আর বিক্ষোভ মিছিলটি হয়নি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাউর রহমান মুঠোফোনে বলেন, কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাইনি। যদি কেউ অভিযোগ করেন তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে।