কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী এলাকায় ছাত্র আন্দোলনে মাসুম মিয়া (২০) নামে এক তরুণকে হত্যার অভিযোগে কুমিল্লা-৬ সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সিটি মেয়র তাহসীন বাহার সূচনাসহ ৬২ জনের নামোল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়। আসামিদের সবাই বাহারের ঘনিষ্ঠ এবং তার নিয়ন্ত্রিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা। মামলায় আরও অন্তত ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। রবিবার রাতে সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন নগরীর দিশাবন্দ এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে আবদুল হান্নান। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. আলমগীর ভুঁইয়া। মামলার এজাহারে উল্লেখ করা হয়- ৪ আগস্ট দুপুর ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা সদর দক্ষিণ মডেল থানাধীন নন্দনপুর সাকিনস্থ কোটবাড়ী বিশ্বরোড পাকা রাস্তার ওপর শান্তিপূর্ণ অবস্থান করছিল।
বিকাল ৪টা ২০ মিনিটের দিকে ১ ও ২ নম্বর আসামির হুকুমে মাসুম মিয়াকে (২০) গুলি করে এবং কুপিয়ে হত্যা করে। এ সময় আরও অনেকে আহত হয়।
নিহত মাসুম কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুরের শাহিন মিয়ার ছেলে।
প্রথমে তার পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যম দেখে স্বজনরা লাশ শনাক্ত করেন।