বেতন বৈষম্য নিরসন, চাকরি জাতীয়করণসহ চার দফা দাবিতে কয়েক দিন ধরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ‘বেতন বৈষম্যবিরোধী গ্রামপুলিশ সমন্বয় কমিটি’। গতকাল স্থানীয় সরকার বিভাগের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে তারা আন্দোলন থেকে সরে গেছে। বৈষম্যবিরোধী গ্রামপুলিশ সংগঠনের সভাপতি লাল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রামপুলিশদের আজ হাসিমুখে সেনাবাহিনীর সঙ্গে হাত মেলাতে দেখা যায়। পুলিশ সদস্যদের মতো রেশন ও পেনশন সুবিধার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে গ্রামপুলিশের সদস্যরা বৈষম্য দূর করে নায্য বেতনের দাবি জানান।
সমাবেশে গ্রামপুলিশের সদস্যরা বলেন, ‘আমরা অক্লান্ত পরিশ্রম করে মাসে সাড়ে ৬ হাজার টাকা পাই, যেখানে চালের কেজি ৬০ থেকে ৭০ টাকা। আমরা বছরেও এক কেজি গরুর মাংস কিনতে পারি না। সন্তানদের পড়াশোনা করাতেও কষ্ট হয়। পরিবারের সদস্যদের নিয়ে একপ্রকার মানবেতর জীবনযাপন করি আমরা। আমাদের অভাবের কথা শোনার কেউ নেই।’ সমাবেশে প্রধান সমন্বয়ক লাল মিয়া বলেন, ‘আমরা সরকারের দেওয়া পোশাক পরে দিন-রাত ২৪ ঘণ্টা অন্য বাহিনীর মতো দায়িত্ব পালন করি। সাত দিনের মধ্যে আমাদের সব দাবি মানতে হবে।’ ১৪ আগস্ট থেকে বেতনবৈষম্যবিরোধী গ্রামপুলিশ সমন্বয় কমিটির সদস্য ও সাধারণ গ্রামপুলিশ বাহিনীর সদস্যরা বিক্ষোভ করে আসছেন।