ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার চান্দের হাট সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে দিনাজপুর ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪২ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহসান উল ইসলাম। এর আগে গতকাল সকালে চান্দেরহাট বিওপিতে বিএসএফ সদস্যকে আটক করে স্থানীয় এলাকাবাসী। পরে বিজিবির হাতে তুলে দেন তারা। আটক হওয়া বিএসএফ সদস্যের নাম উপকুমার দাস। তিনি বিএসএফের কনস্টেবল পদে কর্মরত। এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, গতকাল সকালে সীমান্তের কাছাকাছি ঘাস কাটতে গেলে বাংলাদেশ সীমান্তের ভিতর বিএসএফ সদস্যদের ঘোরাঘুরি করতে দেখা যায়। তখন তাদের ধাওয়া করলে দুজন বিএসএফ সদস্য গ্রামে ঢুকে পড়ে। সে সময় গ্রামবাসী একজনকে আটক করে। অন্যজন পালিয়ে যায়। ৪২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম বলেন, সকালে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির ৩৩৪ সীমান্ত পিলার এলাকা পেরিয়ে বাংলাদেশের সীমান্তের ২০০ গজের ভিতরে চলে এসেছিল বিএসএফ সদস্যরা। গতকাল দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হয়।