গত ২৮ নভেম্বর বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ‘বিটিভির মাহফুজা ৪০০ কোটি টাকার মালিক’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বিটিভির সাবেক জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার। প্রতিবাদপত্রে বলা হয়েছে, সংবাদে অর্থ আত্মসাৎ, অনুষ্ঠান নির্মাণে অনিয়ম, ভুয়া বিল, টেন্ডার, ঘুষ গ্রহণ, প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে- যা সম্পূর্ণ মিথ্যা এবং মানহানিকর। এ ছাড়া প্রতিবেদনে দেশে-বিদেশে (কানাডায়) বাড়ি, বিলাসবহুল গাড়িসহ যেসব সম্পদের বিবরণ দেওয়া হয়েছে- যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন।
প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনে প্রকাশিত সব তথ্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিলকৃত অভিযোগ থেকে নেওয়া হয়েছে। দুদকের তদন্ত সংশ্লিষ্টরাও জানিয়েছেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন তারা। প্রকাশিত সংবাদে প্রতিবেদকের মনগড়া কোনো তথ্য নেই।