বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) এবং পরিদর্শক পদের পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার প্রাপ্ত ৮১টি পদক বাতিল করেছে সরকার। এর মধ্যে রয়েছে- পিপিএম, বিপিএম, পিপিএম-সেবা ও বিপিএম-সেবা পদক। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে, গত ৭ আগস্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদকগুলো প্রত্যাহার করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ইতোমধ্যে নিজ কর্মস্থল থেকে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এরূপ ৪০ জন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পদক প্রত্যাহার করা হলো।
প্রসঙ্গত, সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের প্রতি বছর পুলিশ সপ্তাহের বার্ষিক প্যারেডে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। সরকার ১৯৭৬ সাল থেকে রাষ্ট্রীয় এ দুটি পদক দিচ্ছে।
পাশাপাশি সরকার ১৯৯৯ সাল থেকে পুলিশ সদস্যদের সৃজনশীল উদ্ভাবনীমূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, তদন্তসংশ্লিষ্ট কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ, সততা, কর্তব্যনিষ্ঠা এবং দাপ্তরিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশংসনীয় অবদানের জন্য বিপিএম সেবা ও পিপিএম সেবা পদক দিচ্ছে। পুলিশ সদস্যদের কাছে এসব পদক খুব সম্মানজনক ও মর্যাদার বলে বিবেচিত। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার করা হয়। ২০১৮ সালের নির্বাচনের দায়িত্বে ছিলেন ওই ১০৩ পুলিশ কর্মকর্তা।