দলের সবচেয়ে দামি ফুটবলার সনি নর্দেকে ছাড়াই শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে আজ দ্বিতীয়পর্ব শুরু করতে হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পেশাদার লিগে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে চট্টগ্রাম আবাহনী। ক্লাব সভাপতি মনজুর কাদেরের অনুমতি নিয়ে বেলজিয়াম একটি দলের হয়ে ট্রায়াল ম্যাচ খেলতে হাইতিয়ান এ স্ট্রাইকার ১১ এপ্রিল ঢাকা ছাড়েন। কথা ছিল ১৪ এপ্রিলই তিনি ঢাকায় ফিরবেন। না আসাতে ক্লাব থেকে বেলজিয়ামে যোগাযোগ করা হলে সনি জানান ১৬ এপ্রিল ফিরবেন। পরে আবার নিজেই ফোন করে জানান ১৭ এপ্রিলে আসার কথা। গতকাল শেখ জামালের ফুটবল ম্যানেজার আনারুল করিম হেলালের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, ভিসা মেয়াদে জটিলতায় সনি ১৯ এপ্রিল ঢাকায় ফিরবেন। জটিলতা দূর করতে ক্লাব থেকে জরুরি কাগজপত্র গতকালই সনির কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, আশা করছি ও ১৯ এপ্রিলই ফিরবে এবং ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবেন। হেলাল নয়, পুরো ক্লাবই আশা করছে সনি ফিরে আসবেই। কিন্তু ভেতরে ভেতরে ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশয়ে ভুগছেন। কেননা গুঞ্জন উঠেছে সনি বেলজিয়ামে গেলেও ওর মূল লক্ষ্য নাকি মোহনবাগানের সঙ্গে চুক্তি করা। আইএফএ শিল্ডে খেলার সময় মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল ও কলকাতা মোহামেডান সনিকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করে। পরে মোহনবাগানের সঙ্গে পারিশ্রমিকে বনিবনা হওয়াতে এখানেই খেলতে রাজি হন। তবে শেখ জামালের সঙ্গে পুরো মৌসুম চুক্তি থাকাতে সমস্যা হয়ে দাঁড়ায়। সুতরাং সনি যদি এখন মোহনবাগানে খেলতে চান তাহলে শেখ জামালের সঙ্গে চুক্তি ভঙ্গ করতে হবে। শুধু তাই নয় চুক্তি অনুযায়ী পুরো পারিশ্রমিকই সনির হাতে তুলে দিয়েছে শেখ জামাল। হেলাল বলেন, আমার বিশ্বাস সনি এ ধরনের প্রতারণার আশ্রয় নেবে না। মোহনবাগানে খেললে সে আমাদের মৌসুম শেষ করেই যাবে। তারপরও ফিরে না এলে আমরা আইনি ব্যবস্থা নেব।
শিরোনাম
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো
- জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে টাঙ্গাইলকে ৪-১ গোলে হারাল নেত্রকোনা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৭
- রাঙামাটি লিগ্যাল এইডে সমাধান হবে ৮ মামলা
- নারায়ণগঞ্জে ২২৪ মন্ডপে দুর্গাপূজা
- ক্যান্সার আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
- রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
সনি নর্দেকে নিয়ে ধূম্রজাল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর