দেশে ব্যাঙের ছাতার মতো বেসরকারি মেডিকেল কলেজ গড়ে উঠছে। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আরও বেশি চিকিৎসকের যে প্রয়োজন সন্দেহ নেই। এ প্রয়োজন মেটাতে বেসরকারি পর্যায়ে মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু হাতেগোনা কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজ ছাড়া অন্যগুলোর কোনো মান নেই। শিক্ষার্থীদের চিকিৎসাবিদ্যা শিক্ষা দেওয়ার বদলে সনদপত্র বিক্রি করে টাকা অর্জনই তাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। মেডিকেল কলেজ হিসেবে অনুমোদন পেলেও অনেক বেসরকারি মেডিকেল কলেজে হাসপাতাল নেই। নেই শিক্ষার্থীদের প্রাকটিক্যাল ক্লাসের জন্য পর্যাপ্ত উপকরণ। ভাড়া নেওয়া ভবনে স্থাপিত এসব মেডিকেল কলেজ চালানো হয় ভাড়া করা শিক্ষকদের নিয়ে। প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয় অবিশ্বাস্য হারে টিউশন ফি। বেসরকারি মেডিকেল কলেজগুলোর এই হালহকিকতে সরকারও পড়েছে বিব্রত অবস্থায়। বেসরকারি মেডিকেল কলেজগুলো ঠিকমতো চলছে কি না তা পর্যালোচনায় উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে নিয়মবহিভর্ূত কর্মকাণ্ডের দায়ে ১২টি বেসরকারি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজগুলোর ব্যাপারে সরকার যে কুম্ভকর্ণের ঘুমে মগ্ন নেই এটি নিঃসন্দেহে স্বস্তির ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো, ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দেওয়া হলো কেন? রাজনৈতিকভাবে কাউকে পাইয়ে দেওয়ার নামে যেভাবে মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে তা জাতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে। চিকিৎসক সনদপ্রাপ্ত একদল অজ্ঞ বা হাতুড়ে চিকিৎসকই সৃষ্টি করছে তথাকথিত বেসরকারি মেডিকেল কলেজগুলো। আমরা মনে করি মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো শুধু বন্ধ করে দেওয়া নয়, যারা তাদের অনুমোদন দিয়েছেন তাদেরও জবাবদিহির আওতায় আনা উচিত।
শিরোনাম
- ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
- যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
বেসরকারি মেডিকেল কলেজ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর