পাকাপাকিভাবে ভারত ছাড়ার কোন পরিকল্পনাই নেই বলে জানিয়েছেন বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। বুধবার ট্যুইট করে তিনি জানান, "আমি প্রায়ই যুক্তরাষ্ট্রে যাই। কখনও লেকচার দিতে আবার কখনও বা আমার পরিবারের সদস্যের সঙ্গে দেখা করতে। আমি পাকাপাকিভাবে ভারত ছেড়ে চলে যাচ্ছি না। ভারত সরকার সবময়ই আমাকে নিরাপত্তা দিয়েছে। পোষা বিড়ালটা আমার জন্য অপেক্ষা করছে।"
এ বিষয়ে জানতে চাইলে তসলিমা নাসরিন মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, "আমেরিকায় আসার পেছনে এবার আমার উদ্দেশ্য সেক্যুলার হিউম্যানিস্ট কনফারেন্সে নাস্তিক ব্লগাররা কী ঝুঁকি নিয়ে বাংলাদেশে লুকিয়ে আছে, সে সম্পর্ক বলা। তাদের প্রাণে বাঁচানোর জন্য ইউরোপ-আমেরিকার সরকার এবং সংগঠনের কাছে আবেদন করা। আর যে ফাণ্ড তৈরি করা হচ্ছে আমার জন্য, সেটি মূলত যাবে দেশের প্রতিভাবান ব্লগারদের দেশ থেকে বিদেশে আসার এবং বসবাসের খরচে।"
তিনি আরও বলেন, "আমার নিজের নিরাপত্তা? অনেক তো হলো বাঁচা। এবার মাথায় কোপ খেলে, বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে এমন কোনও সর্বনাশ হবে না কারও। গত একুশ বছর কেউ আমাকে জিজ্ঞেস করেনি আমি কোথায় আছি, কেমন আছি। আমি ভালো আছি কি না। আমি বেঁচে আছি কি না। আজ হঠাৎ আমি ভারত ছেড়ে কেন চলে গেলাম জানতে চাইছে সবাই।"
বিডি-প্রতিদিন/ ০৩ জুন, ২০১৫/ রশিদা