পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভিক্ষুকদের ধরতে যৌথ অভিযান শুরু করেছে সৌদি সমাজকল্যাণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তথ্য মন্ত্রনালয়ের গণসংযোগ পরিচালক খালেদ আল তুবাইতি জানান, নতুন করে আমরা ভিক্ষুকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে দেশের বিভিন্ন প্রদেশ থেকে আটক করা হচ্ছে ভিক্ষুকদের। এছাড়া রাস্তায় এবং জনসমাগম এলাকায় কাউকে ভিক্ষা করতে দেখলেই গ্রেফতার করার নির্দেশ প্রদান করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িতদের গ্রেফতারের পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে রাখা হয়। তাদেরকে মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সামাজিক ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া মন্ত্রণালয়কে দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অনেক অভিবাসীরা ওমরাহ ভিসায় এসে ভিসার মেয়াদ শেষে বিভিন্ন শপিংমল, ট্রাফিক পয়েন্ট, মসজিদ, পার্কে ভিক্ষাবৃত্তি শুরু করে দেয়। যা সৌদি শ্রম আইন পরিপন্থী বলে তাদেরকে গ্রেফতার করে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় সৌদি পাসপোর্ট বিভাগ।
বিডি-প্রতিদিন/ ০৭ জুন, ২০১৫/ রশিদা