মিয়ানমারে মুসলিম নিধনের প্রতিবাদ এবং হত্যাযজ্ঞে লিপ্তদের ‘সন্ত্রাসী’ চিহ্নিত করে অবিলম্বে তাদের দমনে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ হয়েছে। রবিবার বিকেলে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় সর্বস্তরের প্রবাসীর অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করে ‘বাংলাদেশি আমেরিকান ইউনাইটেড ফোরাম।’
নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাইদুর রহমান সাঈদ, এম এ বাতিন, জাকির এইচ চৌধুরী, আতাউর রহমান আতা, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক এম এ রহিম হাওলাদার। বেশ কিছুসংখ্যক বার্মিজও অংশ নেয় এ কর্মসূচিতে। এ সময় মিয়ানমারে মুসলমানদের নির্দয়ভাবে হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে প্লেকার্ড, পোস্টারও বহন করেন কেউ কেউ।
‘নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে-অথচ জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কোন উচ্চবাচ্য করা হচ্ছে না। বামায় এখন যা চলছে সেটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদেরই অংশ এবং এ ধরনের ঘটনার জন্যে মিয়ানমারে আন্তর্জাতিক হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে বলে বক্তারা উল্লেখ করেন।
বিডি-প্রতিদিন/ ০৯ জুন, ২০১৫/ রশিদা