যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মকাণ্ড জানতে নেতৃবৃন্দকে ভার্জিনিয়ায় তলব করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। এ সময় জয় উল্লেখ করেছেন যে, বর্তমান সরকারের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্রে লিপ্তরা ছাত্রদলের সন্ত্রাসীদের ছাত্রলীগের মিছিলসহ বিভিন্ন কর্মসূচিতে ঢুকিয়ে দিয়ে নানা অপকর্ম চালাচ্ছে। এ ব্যাপারে নিজ নিজ এলাকার দলীয় নেতা-কর্মীদের সজাগ করতে হবে প্রবাস থেকে। একইসাথে আত্মীয়-স্বজনকেও এ ব্যাপারে সচেতন করতে প্রবাসের নেতাদের গুরুত্ব অপরিসীম।
মঙ্গলবার দুপুরে নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী সংলগ্ন ভার্জিনিয়ার একটি রেস্টুরেন্টে সজিব ওয়াজেদ জয়ের সাথে বৈঠকে মিলিত হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি এম ফজলুর রহমান ও আকতার হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ।
বৈঠকে মূলত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়াদি প্রাধান্য প্রায়। এই আলোচনায় নিউইয়র্ক স্টেট ও মহানগর আওয়ামী লীগের কর্মকাণ্ড ছাড়াও বিশেষ করে সংগঠন দু’টির ২/১ জন নেতার কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও যুক্তরাষ্ট্র যুবলীগ ও শ্রমিক লীগসহ দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কর্মকাণ্ডও বৈঠকের আলোচনায় স্থান পায় বলে ড. সিদ্দিক মিডিয়াকে জানান।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য প্রদানের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর সম্পর্কেও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানান জয়। একইসাথে তিনি উল্লেখ করেন যে, ছাত্রদলের সন্ত্রাসীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের কর্মসূচিতে ঢুকে নানা অপকর্ম করছে এবং ছাত্রলীগের ইমেজ তথা সরকারের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র চালাচ্ছে। এ ব্যাপারে প্রবাস থেকে নিজ নিজ এলাকায় সকলকে সজাগ করার আহ্বানও জানান সজীব ওয়াজেদ জয়।
বাংলাদেশে চলমান উন্নয়ন-অগ্রগতি ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্তদের সম্পর্কে আন্তর্জাতিক মহলকে সজাগ করার আহ্বান জানান জয়। এ লক্ষ্যে নিজ নিজ এলাকার সিনেটর-কংগ্রেসম্যানসহ মার্কিন প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির কথা বলেন জয়।
বিডি-প্রতিদিন/ ১০ জুন, ২০১৫/ রশিদা