সৌদি আরবের দাম্মাম প্রদেশের আল খুবরের একটি খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার আব্দুর রহমান (৪০) ও ফেনীর মোহাম্মদ বশির (৪০)।
তবে, এ ব্যাপারে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে কিছু জানা যায়নি।
বিডি-প্রতিদিন/১০ জনু, ২০১৫/মাহবুব