পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির জন বিগস। শুক্রবার ঘোষিত ফলাফলে জন বিগস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাবিনা খানকে ৬ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন।
লন্ডনের স্থানীয় সময় শুক্রবার ভোর পৌনে ৫টায় রিটার্নিং অফিসার মেয়র হিসেবে জন বিগসকে নির্বাচিত ঘোষণা করেন। এরআগে, বৃহস্পতিবার কড়া পুলিশি নিরাপত্তায় কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মেয়র পদের দশ প্রার্থীর মধ্যে লেবার পার্টির জন বিগস পেয়েছেন ৩২ হাজার ৭৫৪ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাবিনা পেয়েছেন ২৬ হাজার ৩৮৪ ভোট।
জন বিগসের নির্বাচনী প্রচারণা করেন বাংলাদেশি বংশোদ্ভুত লেবার পার্টি থেকে নির্বাচিত তিন ব্রিটিশ এমপি রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হক। অন্যদিকে, সাবেক মেয়র লুৎফুর রহমান সমর্থিত প্রার্থী ছিলেন রাবিনা খান।
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হয়েছিলেন বাঙালী বংশোদ্ভূত লুৎফর রহমান। সে সময় ভোটে দ্বিতীয় অবস্থান লাভ করেছিলেন জন বিগস। ওই নির্বাচনে ভোট জালিয়াতির প্রমাণ পাওয়ায় লুৎফর রহমানকে মেয়র পদ থেকে অপসারণ ও নতুন করে নির্বাচন দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৫/মাহবুব