একাত্তরের মানবতাবিরোধীদের চলমান বিচারের পক্ষে আন্তর্জাতিক জনমত সুসংহত করার পাশাপাশি সুদূর এ প্রবাসেও রাজাকার-আল বদরদের দেশবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে গঠিত হলো 'যুক্তরাষ্ট্র আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ'। এর আহবায়ক এবং সদস্য-সচিব হয়েছেন যথাক্রমে নূরনবী কমান্ডার এবং খুরশীদ আনোয়ার বাবলু। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির সমর্থনে প্রবাসে কর্মরতদের অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার সংকল্প ব্যক্ত করেছেন নবগঠিত মুক্তিযোদ্ধা লীগের নেতৃবৃন্দ।
এ কমিটির অপর কর্মকর্তারা হলেন যুগ্ম আহবায়ক শরাফ সরকার ও আর আমিন। সদস্যরা হলেন ড. আবদুল বাতেন, গোলাম মোস্তফা খান মিরাজ, সন্তোষ কুমার চৌধুরী, আব্দুল মতিন, নিখিল কুমার রায়, মশিয়ুর রহমান জগলু, সফি উল্লা, হুমায়ুন কবির, মনির হোসেন ভূইয়া, মো. নাজমুল হক, মো. জাহিদুল ইসলাম সরদার, ওবায়দুল হক মুসা, হিরো ভূইয়া, মনির হোসেন, নাজমূল হক এবং শহীদ ঊল্লাহ।
বিডি-প্রতিদিন/১২ জুন ২০১৫/শরীফ