সৌদি আরবের রাজধানী রিয়াদ আল নাসিম যুবলীগের নবগঠিত কমিটির অভিষেক গত ১১জুন স্থানীয় আল মাহা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে নাসিম শাখা যুবলীগের সভাপতি আতিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ জলিল। বিশেষ অতিথির আসন গ্রহন করেন সৌদি আরব বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আব্দুস সালাম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মাদ আলী নূর, রিয়াদ আওয়ামী পরিষদের সাধারন সম্পাদক এম আর মাহবুব প্রমুখ।
রিয়াদ যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক টিপু সুলতান খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থতি ছিলেন। অভিষেক অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতকি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৩ জুন, ২০১৫/ রোকেয়া।