সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম প্রদেশের আল খুবরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনার ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফেনীর মোহাম্মদ জয়নাল আবদীন। রবিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে দাম্মামের কিং ফাহাদ হাসপাতালে মারা যান তিনি। স্থানীয় সূত্রে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, ২০০৭ সালে দ্বিতীয়বারের মতো সৌদি আরব যান জয়নাল আবদীন। সেখানে সুবেখা এলাকার একটি বাসায় আরও ৪/৫ জন বাংলাদেশির সঙ্গে থাকতেন তিনি। গত ১০ জুন রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তাদের ঘরে আগুন ধরে যায়। মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত জয়নাল আবদীন দাম্মাম কিং ফাহাদ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
জয়নাল আবদীনের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর শাহপাড়া গ্রামে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো পরিবার। জয়নালের লাশ দেশে ফেরত আনতে এবং ঘটনায় যথোপযুক্ত ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয় সরকারের কাছে এ দাবি অসহায় পরিবারটি। নিহত জয়নালের স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ জুন, ২০১৫/ রশিদা