কাতারে প্রবাসী প্রবীণ মুরুব্বীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কাক সুপারস্টারের আয়োজনে 'অতীতানন্দ' নামের ওই ফুটবল ম্যাচে বাংলাদেশি প্রবীণরা লাল ও সবুজে ভাগ হয়ে অংশগ্রহণ করেন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টায় দোহার আল খিছা লন্ডন স্কুল ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সালাম ফুল, শেখ আমিনুল ইসলাম রাসেল ও নুরুল ইসলাম। খেলায় ৫-৪ গোলে লাল দলকে পরাজিত করে সবুজ দল।
কাক সুপারস্টারের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, এরকম একটি আয়োজন করতে পেরেছি গর্ববোধ করছি। কারণ আমরাই কাতারে প্রবীণদের নিয়ে এই প্রথম কোন ফুটবল ম্যাচের আয়োজন করলাম।যেটা প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ বলেন, প্রবীণদের খেলা দেখে মনেই হয়নি যে তারা প্রবীণ,পুরো খেলা মনে হয় নবীনদের মত করে খেলেছেন।সত্যিই আমার কাছে খুব ভাল লেগেছে তাদের অংশগ্রহন। আর লাল সবুজের খেলা দেখতে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশি মিলনমেলায় পরিণত হয় মাঠ প্রাঙ্গন।
বিডিপ্রতিদিন/ ই-জাহান