মহান মে দিবসে রোমের তুসকোলনায় প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলায় পরিণত হয়। রোমের তুসকোলনা সমাজ কল্যান সমিতির আয়োজনে বৈশাখী এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। তুসকোলনা সমাজ কল্যান সমিতির সভাপতি জাহিদ হাসান খোকনের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল ও বৃহত্তর কুমিল্লা সমিতি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রধানের যৌথ পরিচালনায় এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা দিদারুল আবেদীন, সদস্য জহিরুল ইসলাম, বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি জাহাঙ্গীর ফরাজি, বৃহত্তর কুমিল্লা সমিতি ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, তুসকোলনা সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান পাটয়ারী।
অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহিন, মোনাফ মিয়া, আবুল বাশার, চপল হালদার, আব্দুস ছাত্তার। এছাড়া নবজাগরণ নারী কল্যাণ সমিতির সভানেত্রী সানজিদা ইসলাম, সাধারণ সম্পাদক লিপি আক্তার, নয়না আহাম্মেদ, সেলিনা জিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার আয়োজকদের ব্যাপক প্রসংশা করে বলেন, তুসকোলনাবাসী প্রমাণ করলেন তারা ভাল কিছু উপহার দিতে জানে।
অনুষ্ঠানে জাদু প্রদর্শন করেন জাদুর ভান্ডার শাহেন শাহ। এছাড়া সঙ্গীত পরিবেশ করেন রোমের জনপ্রিয় সঙ্গিত শিল্পি তাহেরুল ইসলাম। এছাড়া রুপকথার মনোমুগ্ধকর নৃত্য ছিল দেখার মত।
বিডি প্রতিদিন/৪ মে ২০১৮/হিমেল