রিয়াদের প্রাইড অব বেঙ্গল ফুটবল টিম ও আল হাসা প্রদেশের সোনার বাংলা ক্রীড়া সংঘের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে রিয়াদের একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত ৯০মিনিটের ম্যাচে রিয়াদকে ৪-১ গোলে পরাজিত করে আল হাসা টিম।
খেলায় সেরা গোলদাতা ও ম্যাচ সেরা নির্বাচিত হন যথাক্রমে আল হাসা টিমের আসলাম মির্জা ও শিবলু। প্রাইড অব বেঙ্গল টিমের অধিনায়ক ছিলেন গাজী আলী আসগর এবং সোনার বাংলা ক্রীড়া সংঘের অধিনায়ক ছিলেন আসলাম মির্জা।
সাইফুল ইসলাম অপুর্বের পরিচালনায় খেলায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মেহাম্মদ আবুল বশির। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি আলহাজ আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন, সহ সাংগঠনিক সম্পাদক এম এইচ প্রিন্স আহমেদ, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ লিটন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ বাহার প্রমুখ।
প্রবাসে থাকা বাংলাদেশিদের একে অন্যের প্রতি আন্তরিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করতে এই প্রীতি ম্যাচের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ও পরাজিত দলকে রানার আপ ট্রফি তুলে দেয়া হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন