মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া ছাত্রলীগের সভাপতি মো. শাহিনুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান কবির ও মওদুদ মোল্লার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধানমন্ডি থানা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন স্বপন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মাইনুল ইসলাম পলাশ, মনসুর আল বাশার সোহেল, আমান উল্যাহ আমান, মাসুকুল আলম রনি, সোহেল বিন রানা, জালাল উদ্দিন সেলিম প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. সেলিম, মো. আজিজ, তারেকুল আলম চৌধুরী, জহির রায়হান, আবুল কাশেম শাহিন, সজিবুল ইসলাম, আনিসুর রহমান রিপন, এসএম সুমন, এম এইচ তিতুমীর, এম এইচ জুয়েল প্রমুখ। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        