বাংলাদেশ দূতাবাস রিয়াদের উদ্যোগে সুদানের খার্তুমে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ পালিত হয়েছে। সুদানে বাংলাদেশ অনারারি কনস্যুলেটে বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে আগত কর্মকর্তাদের ব্যাবস্থাপনায় ও সুদান প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মো. ফখরুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়াদ দূতাবাসের প্রথম সচিব মো. বশিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুদানে বাংলাদেশ অনারারি কনস্যুলেট জেনারেলের সহকারী আমাল মেহজুব এবং বাংলাদেশ দূতাবাস রিয়াদের প্রথম সচিব কাজী নুরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তাগণ আলোচনার শুরুতে গভীর শ্রদ্ধায় মহান ভাষা শহীদদের স্মরণ করেন।
অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রম কাউন্সিলর মো. মেহেদি হাসান তার বক্তব্যে সুদানে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা অনুষ্ঠানের শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার