কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ (আওয়ামী লীগ) সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনকে রিয়াদ কিং খালেদ আন্তর্জাতিক বিমান বন্দরে অভ্যর্থনা জানানো হয়।
সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে রিয়াদ যান তিনি। রবিবার সকালে রিয়াদ আওয়ামী, যুবলীগ, শ্রমিক লীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, সাংগঠনিক সম্পাদক ইছা উল্লাহ, জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আতিক উল্লাহ, রিয়াদ যুবলীগের সাধারণ সম্পাদক শহিদ মাতবর, প্রবাসী গোপালগঞ্জ ঐক্য ফোরামের সভাপতি আরকান শরীফ, রিয়াদ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী, মনোহরগঞ্জ উপজেলা যুবলীগ নেতা শামসুল আলম, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক সাইফুল ইসলাম হিরো, প্রবাসী মনোহরগন্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, প্রবাসী ব্যবসায়ী মাসুম বিল্লাহ।
উল্লেখ্য, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন দীর্ঘদিন যাবত রিয়াদে ব্যবসার পাশাপাশি আওয়ামী রাজনীতিতে সক্রিয় ভাবে ভূমিকা রেখে চলেছেন। তিনি এর আগের মনোহরগঞ্জ আওয়ামী লীগ, রিয়াদ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও রিয়াদ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার