সিয়াম সাধনার মাস মাহে রমজান উপলক্ষে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল।
মঙ্গলবার বার্লিনের প্রবাসী বাংলাদেশিদের মসজিদ বায়তুল মোকাররমে শরীয়তপুর জেলা সমিতির উদ্যেগে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের জন্যে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব শাইখ হেলাল উদ্দীন সিরাজী।
এসময় দোয়া কামনা করে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা সমিতির সভাপতি মোঃ জসিম শিকদার, সৈয়দ শহীদুল ইসলাম পরাগ, আলম ব্যাপারী, বাবুল ব্যাপারী, রিপন ব্যাপারী, সবুজ হাওলাদার ও নিঝুম ব্যাপারী সহ আরো অনেকে।
এসময় পদ্মার ভাঙ্গন থেকে বৃহত্তর নড়িয়া ও জাজিরার সকল সাধারণ মানুষ ও পরিবারকে রক্ষায় আল্লাহর রহমত কামনা করেন আগত মুসল্লীরা। পরে আগত মুসল্লীদের মাঝে দেশীয় ইফতারী বিতরণ করা হয়। ইফতার মাহফিলে বিভিন্ন সর্বস্তরের প্রবাসীরা ছাড়াও সামাজিক, রাজনৈতিক ও প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ ছিলেন উপস্থিত।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন