সৌদি আরবের উত্তরাঞ্চলীয় প্রদেশ হাফার আল-বাতেনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী ঐক্য কল্যাণ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল স্থানীয় একটি কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াত মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয় দোয়া ও ইফতার মাহফিল। সংগঠনের সভাপতি শেখ আশরাফ এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এরশাদ রহমত আলী’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন মুন্না। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন গাজী, আনিসুর রহমান আনিস ও রিপন খান।
আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল, কামরুল ইসলাম, মোসলেম উদ্দিন, আলমগীর, মাহ আলম, আমিনুল ইসলাম, খোরশেদ আলম, নাদিম, সাইফুল আক্তার, শাহআলম, আরশ আলী, শরীফ, জামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রবাসীরাই দেশের অর্থনৈতিক চাকাকে সচল করে রেখেছেন। সবাইকে আরও ঐক্যবদ্ধভাবে দেশ ও সংগঠনের জন্য কাজ করতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল