কাতারে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার রাজধানীর দোহার রেডিসন ব্লু হোটেলে সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কমিউনিটির সকল নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং নবনির্বাচিত কমিটির ভাইস প্রেসিডেন্ট রেজওয়ান বিশ্বাস নীলয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের নবনির্বাচিত সভাপতি গোলাম ছারওয়ার মিশু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার রেজাউল আহসান। আর বিশেষ অতিথি ছিলেন কাতারি নাগরিক শাহিন হাসান আল হাজরি।
মঞ্চে আসন গ্রহণ করেন বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ইকবাল আহমেদ রনি, অভিষেক অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন মাসুদ রানা, নির্বাচিত কমিটির প্রধান উপদেষ্টা সবুজ মিয়া, নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক বাবুল গাজী, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ই এম আকাশ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফুদ্দিন লিটন প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের ৪৯ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক সভাপতি ইকবাল আহমেদ রনি, সাধারণ সম্পাদক এস এম মনসুর উল্লাহ রাশেদ ও সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া বাবু খানকে বিদায় সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বাংলাদেশ কমিটির সকল ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন এত সুন্দর আয়োজনের জন্য।
সেই সঙ্গে তারা বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের যেকোনও উদ্যোগের সাথে সর্বাত্মকভাবে পাশে থাকবে এবং সহযোগিতা করবে।
বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি গোলাম ছারওয়ার মিশু, সাধারণ সম্পাদক বাবুল গাজী ও সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান আগামী দিনেও বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কে একটি যুগোপযোগী সমৃদ্ধশালী এবং প্রবাসী বাংলাদেশীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং সভাপতি তার বক্তব্যে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এত সুন্দরভাবে সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সফল করার জন্য।
বিশেষ করে অনুষ্ঠানটিকে সফল করার জন্য নবনির্বাচিত কমিটির উপদেষ্টা এনামুল হক, অর্থ সম্পাদক মোজাম্মেল হোসেন সোহাগ, অফিস সম্পাদক মহিউদ্দিন কাজলসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই সাথে নতুন কমিটিকে বেগবান করার লক্ষ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের বর্ণনা করেন, যা ওই সংগঠন পর্যায়ক্রমে সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং বাংলাদেশ কমিউনিটির সকল নেতাকর্মীদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন নেতাকর্মীরা।
মাওলানা ইউসুফ নূর রমজানের তাৎপর্য সম্পর্কে দ্বীনি আলোচনা করেন এবং মোনাজাতের মাধ্যমে দেশ জাতি ও বিশ্ব মুসলিমের সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। পরে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/কালাম