ইতালির রোমে ছিনতাইয়ের কবলে পড়েছেন এক বাংলাদেশি। ৭ মে রোমের তেরেসতাভেরে থেকে কাজ শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।
রাত ২টার দিকে সানজুভান্নি বাসের অপেক্ষায় ছিল রোম প্রবাসী আল আমিন ভূইয়া। পিছন দিয়ে বোতল দিয়ে আঘাত করে ছিনতাইকারী চক্র। সাথে সাথে অজ্ঞান হয়ে যায় আল আমিন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ছিনতাইকারীরা আল আমিনের সাথে থাকা আইফোন, ২০০ ইউরো এবং ইতালিয়ান গ্রিন কার্ড নিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন বলেন, ইতালিতে আপনারা যারা রাতে কাজ থেকে বের হন অবশ্যই দুই তিন জন এক সাথে আসার চেষ্টা করবেন। নিজের হাতে বোতল জাতীয় কিছু রাখবেন আত্মরক্ষার জন্য। দামি মোবাইল নিয়ে বের করবেন না। রাত ১০টার পর নির্জন রাস্তা এড়িয়ে চলবেন।
বিডি প্রতিদিন/ফারজানা