যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায়ের অবস্থানকে সুদৃঢ়ভাবে প্রদর্শনের অভিপ্রায়ে ৩৫তম মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর।
এবারের প্যারেডে ব্যাপকসংখ্যায় নতুন প্রজন্মের সম্পৃক্ততা কামনা করা হয়েছে। এ লক্ষ্যে এখন থেকেই নানা কর্মসূচির তথ্য জানালেন হোস্ট কমিটির কর্মকর্তারা।
নিউইয়র্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্যারেডের আয়োজক সংস্থা ‘মুসলিম ফেডারেশন অব আমেরিকা’র কর্মকর্তারা আরও জানান, নিউইয়র্ক অঞ্চলে ৪০ লাখের মত মুসলমান রয়েছে। তাদের মধ্যকার সম্প্রীতির বন্ধন সুসংহত করার ক্ষেত্রেও এই প্যারেডের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে বিভিন্ন দেশে সন্ত্রাসী তৎপরতার পরিপ্রেক্ষিতে সকল মুসলমানের ঐক্য জোরদারের বিকল্প নেই। শান্তি ও স্বস্তির পথ সুগম করতে সকলকে এই প্যারেডে অংশগ্রহণের অনুরোধও জানান কর্মকর্তারা।
এ সময় আরও উল্লেখ করা হয় যে, এবার প্যারেডে অংশগ্রহণকারীদেরকে বিনামূল্যে খাবার দেওয়া হবে। প্যারেডের নিরাপত্তায় নিউইয়র্কের পুলিশের পাশাপাশি নিরাপত্তা রক্ষী ভাড়া করা হবে। এজন্যে বিপুল তহবিল প্রয়োজন। আসছে জুন ও জুলাই মাসে প্যারেডের তহবিল গঠনের অনুষ্ঠানের পরিকল্পনার কথাও জানানো হয়।
গত ৩৪ বছরের প্যারেডেই ভারতীয় মুসলমানদের অংশগ্রহণ দেখা যায়নি। এমনকি হোস্ট কমিটিতেও ঠাঁই হয়নি ভারতীয় মুসলমানদের। অথচ বিরাট সংখ্যক ভারতীয় মুসলমানও নিউইয়র্ক অঞ্চলে রয়েছেন। এমতাবস্থায় মুসলিম আমেরিকানদের নিরঙ্কুশ ঐক্য কীভাবে সম্ভব-এ সংবাদদাতার এমন এক প্রশ্নের জবাবে প্যারেড কমিটির চেয়ারপারসন এটর্নি ফারিস এম ফয়েজ বলেন, সব দেশ ও অঞ্চলের মুসলমানদের জন্যই দরজা খোলা রয়েছে। সকলকেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্যারেডে। এ নিয়ে কোনও বিতর্কের অবকাশ থাকতে পারে না।
সংবাদ সম্মেলনে হোস্ট কমিটির কর্মকর্তা হিসেবে বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশি-আমেরিকান মোহাম্মদ শাহনেওয়াজ, কাজী আজম, মাকসুদ এইচ চৌধুরী, আইনুল হক, মোস্তফা সিঙ্গুর, শামসুজ্জামান, পারভেজ আকতার, ড. আলাউদ্দিন, মোহাম্মদ রিজভী প্রমুখ।
এ প্যারেড অনুষ্ঠিত হবে যোহর নামাজের পর ৩৮ স্ট্রিট থেকে মেডিসন এভিনিউতে, তা যাবে ২৩ স্ট্রিট পর্যন্ত। অন্যবারের মত সেখানেই অনুষ্ঠিত হবে আলোচনা সভা। নতুন প্রজন্মের জন্যে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বসবে খাদ্য-পোশাকসহ রকমারি পণ্যের স্টল। দিনভর এ সমাবেশে বহুজাতিক ধ্যান-ধারণার পরিবেশ তৈরি করা হবে, যা ভিন্ন ধর্মাবলম্বীদের জন্যও অনুকরণীয় হবে বলে আশা করছেন আয়োজকরা।
বিডি প্রতিদিন/কালাম