মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন ও মানবসম্পদ মন্ত্রী কুলাসেগারেনের সঙ্গে মঙ্গলবার বাংলাদেশের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ বৈঠক করছেন। শিগগিরই দেশটিতে শ্রম বাজার উন্মুক্তসহ সব প্রবাসীদের সমস্যা সমাধানের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আশা ব্যক্ত করেছেন দূতাবাসের সংশ্লিষ্টরা।
বৈঠকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার, নিরাপদ অভিবাসন, কর্মীদের নিরাপদ অবস্থান, নিরাপদ কর্ম, বেতন ও বীমা, অবৈধদের বৈধতা এবং যারা স্বেচ্ছায় দেশে যেতে চায় তাদের সহজ প্রত্যাবর্তন বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। এসব বিষয় কার্যকর করার জন্য উভয় দেশের মধ্যে এ মাসেই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে।
বৈঠকে রাষ্ট্রদূত মুহ. শহীদুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহিন এবং উপ-সচিব আবুল হোসেন, দূতাবাসের শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, প্রথম সচিব শ্রম মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল, প্রথম সচিব তাহমিনা ইয়াছমিনসহ সেদেশের মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা