ইতালির দ্বীপ শহর পালেরমো বসবাসরত আওয়ামী পরিবারের দীর্ঘ দিনের সমন্বয় শেষে গত ২১ শে জুলাই সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে পালেরমো যুবলীগের আংশিক কমিটি।
পালেরমো যুবলীগের আহবায়ক এম এ হালিমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এমদার রহমান সাইফুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পালেমো আওয়ামী লীগ সভাপতি সেকান্দার মিয়া, বিশেষ অতিথি ছিলেন পালেমো আওয়ামী লীগ সিনয়র সহ সভাপতি জাহিদ আহমেদ রুবেল, সহ সভাপতি বাবু খোকন দাস, আব্দুল মান্নান।
প্রধান বক্তা ছিলেন পালেরমো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পলেমো আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, শেখ আলমগীর, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুর রশীদ, সম্মানিত সদস্য আবুল বাশার, আওয়ামী লীগ নেতা ফয়সাল আহমেদ, ডালিম আহমেদ, খোকন মিয়া, সম্মানিত উপদেষ্টা হাজী মোঃ রফিক, মুজিবুল হক ভুইয়া, বোরহান উদ্দিন, কামরুল আহসান, শওকত বিল্লা, ইসমাইল হোসেন বাচ্চু, যুবলীগ নেতা নাজমুল ইসলাম, ওহাব মিয়া, পলাশ, মহসিন আহমেদ, নাজির মিয়া, মামুন আহমেদ, আব্দুস ছালাম, রঞ্জিত ঘোষ, গোলাম মোহাম্মদ, আলম মিয়া, রবিউল আলম, তপন ঘোষসহ বিপুল সংখ্যক আওয়ামী নেতাকর্মী।
সম্মেলনে প্রধান অতিথি সেকেন্দার মিয়া সর্ব সম্মতিক্রমে এম এ হালিমকে সভাপতি ও এমদাদ রহমান সাইফুলকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহ সভাপতি মাজহারুল হক রাজু, সহ সভাপতি আমিনুর রহমান আতিক, শেখ আলমগীর, শেখ রমজান নির্মল ধর, সোহাগ হাজারী যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম দেওয়ান, সোহেল রানা চৌধুরী, কমল নন্দী,সাংগঠনিক সম্পাদক কয়েছ আলী সাংগঠনিক সম্পাদক ছোটন ভুইয়া ,আশরাফুল আকন্দ,দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক মাসুম রোমিও।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ