নানা আয়োজনে বাহরাইনে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে বাহরাইনে বাংলাদেশ আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ১৫ আগস্ট রাজধানী মানামায় কিউই রেষ্টুরেন্টে স্থানীয় সময় রাত সাড়ে ৯ টায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিন নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের সিনিয়র সহ-সভাপতি বৃহত্তর পাবনা সোসাইটির সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী হায়াত উল্লাহ মল্লিক। যুগ্ন-সম্পাদক সেলিম রেজা ও সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাহরাইন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বাহরাইনে বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আসিফ আহম্মেদ, আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম দঁড়ি, সোসাইটি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, যুবলীগের সভাপতি মজিবুর রহমান, একুশে টিভির বাহরাইন প্রতিনিধি নাজির আহম্মেদ, আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম।
এছাড়া প্রচার সম্পাদক জামাল উদ্দিন, বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শরীয়ত পুর জনকল্যাণ পরিষদের সভাপতি সোহরাব হোসেন, মানামা শাখা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রানা। এ সময় আরো উপস্থিত ছিলেন মিন্টু, ফজলুল হক ফজু, জিয়া উদ্দিন, জাকির,তাজ উদ্দিন,মাছুম, ফরহাদ বাবুসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সকল শাখার নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচারের জোর দাবী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানের শেষাংশে হাফেজ সিয়ামের বিশেষ দোয়া পরিচালনার পর এক নৈশ ভোজের মাধ্যমে শেষ হয় দিবসের সকল আনুষ্ঠানিকতার।
বিডি প্রতিদিন/এ মজুমদার