বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ফ্রান্সের রাজধানী প্যারিসে সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্যারিসের ক্যাথসীমায় অফিওরা সেন্টারে গাজীপুর জেলা সমিতি ফ্রান্সের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাজীপুর জেলা সমিতির সভাপতি মুক্তিযুদ্ধা জিয়াউল হক নাসিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক খানের পরিচালনায় এ অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত গাজীপুর জেলার বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল কাশেম, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ সেলিম, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকি, ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন আহমেদ, গাজীপুর জেলা সমিতি ফ্রান্সের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধা মনিরুল হক মনু, ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির, গাজীপুর জেলা সমিতি ফ্রান্সেরসহ সভাপতি কাওসার মোড়ল, জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক তপন দাস, ফঁসে আভেক রাব্বানীর পরিচালক কৌশিক রাব্বানী প্রমুখ।
সংবর্ধনা সভার শুরুতে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গাজীপুর জেলা সমিতি, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব, ইপিবিএ ফ্রান্স শাখা, অফিওরা সেন্টারসহ ফ্রান্সের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তার বক্তব্যে বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, অদম্য গতিতে এগিয়ে চলছে প্রিয় স্বদেশ, ইউরোপের তথা ফ্রান্সের মূলধারায় লোকজনকে বাংলাদেশের এ উন্নয়ন, অগ্রগতি প্রকাশ করার দায়িত্ব সকল প্রবাসীদের নিতে হবে।
তিনি প্রবাসীদের দল মতের ঊর্দ্ধে উঠে দেশের কল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম